ENT Block final শেষ হলো গতকাল। মাথাটা প্রচন্ড জ্যাম হয়ে আছে। ভাবলাম একটু মামার বাসায় ঘুরে আসি। বাসায় গিয়ে দেখি মামাতো ভাই ইয়াসিফ High volume এ টিভি দেখছে(conductive type of deafness) । আমি গিয়ে যে ডাকছি তার সেদিকে মনযোগই নেই( lack of concentration) । তারপর মামীর বকুনি খেয়ে টিভি অফ…
কিডনি পাথর
কিডনি পাথর (kidney Stone) গবেষণায় দেখা গিয়েছে প্রায় ১০ জনের একজন মানুষ কিডনি পাথরের সমস্যায় ভুগে থাকেন।এবং নারীদের থেকে পুরুষদের কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা আমাদের প্রকৃতিতে যেসব পাথর দেখতে পাই সেগুলো মূলত বিভিন্ন খনিজ্লবনের সমন্বয়ে তৈরি।ঠিক তেমনই আমাদের দেহের ভেতরেও কিছু কিছু জায়গায় পাথর তৈরি হয়ে থাকে। …
অ্যাপেন্ডিসাইটিস
অ্যাপেন্ডিসাইটিস কি? খাদ্য পরিপাক অথবা হজমের সময় যদি এর কিছু অংশ / মলের কিছু কণা সিকাম থেকে অ্যাপেন্ডিক্স চলে যায় তখন এপেনডিক্স ব্যাকটেরিয়ার ক্রিয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয় এবং এর কোষের মৃত্যু ঘটে থাকে । ব্যাহত ঘটে তাহলে অ্যাপেন্ডিক্সে প্রদাহ হতে পারে আর একেই বলে এপেন্ডিসাইটিস । অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে মানুষের তল…
ব্লাড ক্যান্সার(Blood Cancer)
একবিংশ শতাব্দীর সর্বাধিক আলোচিত ক্যান্সারের নাম ব্লাড ক্যান্সার ( Blood Cancer).এমন কিছু লক্ষণ রয়েছে যা জানা থাকলে Blood Cancer নির্ণয় করতে পারবেন আপনি-ও।যদি শুরুতে রোগ নির্ণয় করে ,সঠিক চিকিৎসা না করেন তাহলে এটা যেমন আক্রান্ত রোগীর জন্য যন্ত্রণাদায়ক,তেমনই তার পরিবারে নিয়ে আসে সীমাহীন ভোগান্তি। ব্লাড ক্যান্সার হচ্ছে শরীরের এমন…
Mumps clinical presentation in Bangladesh
গল্পের মাধ্যমে Mumps Clinical Presentation in Bangladesh: আমার বার্ষিক পরীক্ষা শেষ হলে আমি বরাবর ২/৩ দিনের জন্য আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাই।২০০৭ সালের দিকে আমার পরীক্ষা শেষে আমার আন্টির বাসায় বেড়াতে যাই।টারগেট আমার খালাতো ভাইয়ের সাথে গেইম খেলা।।।আমার বয়স তখন ১৩-১৪ বছর আর তার ০৮-০৯ হবে( peaks at 5-9 yrs)…
Chikungunya Virus Presentation in Bangla
🦟🦟🦟🦟🦟Chikungunya virus 🦟🦟🦟🦟🦟 ✔ Alpha virus ( একধরনের RNA ভাইরাস। এরকম ৩২ টি Alpha virus আছে যারা মানুষ সহ বিভিন্ন প্রাইমেট প্রাণীজগতের রোগ সৃষ্টির কারন। তারা চিকনগুনিয়ার Main reservoir হলো । ✔ Vector : Aedes Aegypti mosquito [ Aedes carried other disease – মনে রাখবেন ➡ DRY Chicken D= Dengue…
Minimal Change Nephropathy
Minimal change nephropathy 3-I important in Minimal Change Nephropathy: Most common cause idiopathic (i) Most common complications infection (i) IL-12 pathology related(i). Minimal নাম হওয়ার কারন হলো – Regular microscopy তে detect করা যায় না। প্রয়োজন হয় Electron microscope (glomerular damage minimum & Podocytes যে dysfunction হবে তা reversible) যেহেতু…
Sick-Day Card
Sick-Day Card(কোন ঔষধ Acute illness দেওয়া যাবে না) Drugs should be stopped durning acute illness ( e.g, fever, diarrhoea, vomiting) / Sick day rules : আমরা রোগীকে প্রতিনিয়ত চিকিৎসা করছি। রোগীও ভালো হয়ে যাচ্ছে। অনেক সময় সঠিকভাবে চিকিৎসা না দিলে-ও রোগী ভালো হয় কিন্তু মাঝে মধ্যে দেখা দেয় বিপত্তি। একটি…
Hypothyroidism Symptoms
একটা ৪২ বছরের মহিলা আসলো: Patient Inspection এ দেখলে : তার lateral 1/3 eyebrow absent. মাথায় চুল ও কম(alopecia) সে বেশ মোটাসোটা(weight gain). তার চোখের চারপাশে এবং পা ফোলা আছে(myxoedema). মুখে প্রচুর ভ্রুণ আছে(Acne). patient খুবই মন খারাপ করে বসে আছে (depression). তাকে জিজ্ঞেস করলেন আপনি কি সমস্যা জন্য…