Sick-Day Card(কোন ঔষধ Acute illness দেওয়া যাবে না)
Drugs should be stopped durning acute illness ( e.g, fever, diarrhoea, vomiting) / Sick day rules :
আমরা রোগীকে প্রতিনিয়ত চিকিৎসা করছি। রোগীও ভালো হয়ে যাচ্ছে। অনেক সময় সঠিকভাবে চিকিৎসা না দিলে-ও রোগী ভালো হয় কিন্তু মাঝে মধ্যে দেখা দেয় বিপত্তি।
একটি বাচ্ছার ডাইরিয়া হলো। এই সময় বাচ্চাটি ভুলবশত বেড থেকে পরে গিয়ে হাতে প্রচুর ব্যাথা পায়।সেজন্য অনেক চিল্লাচিল্লি হচ্ছে। হসপিটালে বাচ্চা রোগীটি ভর্তি হলো। আপনি ডায়রিয়ার চিকিৎসা দিলেন। X-ray করে নরমাল তবে ব্যাথার জন্য দিলেন Ibuprofen.
১ দিন পর বাচ্চার ব্যাথা ঠিকই কমছে কিন্তু বাচ্চার অবস্থা আগের থেকেও খারাপ। ডাইরিয়ার কোন উন্নতি নেই বরং আরও বেশি খারাপ হয়ে গেছে।
AKI যাতে না হয় আপনি আবার সিনিয়রের পরামর্শে ট্রিটমেন্ট দেওয়া শুরু করলেন।
সিনিয়র আপনাকে বললেন Acute illness কিংবা Dehydration যেসব অবস্থায় হওয়ার চান্স থাকে সেক্ষেত্রে কিছু মেডিসিন Avoid করতে হবে।
- সবচেয়ে Common use করা প্রেশারের ঔষধ(ACE inhibitor & ARB).
- ব্যাথার ঔষধ(Pain killer)-NSAID.
- ডায়বেটিস ঔষধ- যারা Metformin খাই.
- Diuretic (Body swelling /Blood pressure বেড়ে গেলে দিয়ে থাকে)আর এসব ঔষধ যদি আগে থেকেই চলে তাহলে রোগী ভালো হওয়ার ২৪ থেকে ৪৮ ঘন্টা পরে আবার শুরু করবেন যখন রোগী আবার নরমাল খাবার খাওয়া শুরু করে।
Nice, I like it.
Thank you, for your nice comment.