একটা ৪২ বছরের মহিলা আসলো:
Patient Inspection এ দেখলে :
- তার lateral 1/3 eyebrow absent.
- মাথায় চুল ও কম(alopecia)
- সে বেশ মোটাসোটা(weight gain).
- তার চোখের চারপাশে এবং পা ফোলা আছে(myxoedema).
- মুখে প্রচুর ভ্রুণ আছে(Acne).
- patient খুবই মন খারাপ করে বসে আছে (depression).
তাকে জিজ্ঞেস করলেন আপনি কি সমস্যা জন্য এসেছেন?
সে বললো-“
- ৬ সপ্তাহ ধরে তার constipation.
- সে ঠান্ডা সহ্য করতে পারে না(clod intolerance) .
- সে দুর্বলতা অনুভব করে(fatigue).
- তার মাসিকে প্রচুর রক্ত যাই(Menorrhagia).
- ৪ বছর ধরে কোনো protection ব্যবহার করে না কিন্তু তার বাচ্চা হচ্ছে না (infertility).
- তার nipple থেকে milk secretion হচ্ছে যদিও তার কোনো বাচ্চা নাই।(galactorrhea).”
সে যে কথা বলছে শব্দ বলছে তার শব্দের স্বর মোটা হয়ে গেছে (Hoarseness of voice)
তাকে জিজ্ঞাসা করলা, “আপনার নাম কি?”
কিন্তু সে আপনার কথা বুঝতে পারছে না,
Then সে বললো, “ডাক্তারসাব আমি কানে কম শুনি(deafness), জোরে বলেন.”
এবার জোরে বললে সে বুঝতে পারলো আপনার প্রশ্নটা। তারপর সে তার নাম বললো।
Examination করতে গিয়ে পেলেন:
- তার pulse কম (bradycardia).
- কিন্তু blood pressure বেশি( hypertension).
- তার হাতটা খুবই খসখসে (dry skin).
- patient ar Anemia ও আছে